খেলতে খেলতে পড়া... পড়তে পড়তে খেলা...
২০২৪ সালে শিশুদের জন্য আয়োজিত অঙ্কুর অনুষ্ঠানে তিনটি বিষয় পরিবেশিত হয় ।
অনুষ্ঠানে উপস্থিত ছিল রাধানগর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের এর ছাত্র , সুতীর্থ সাহা, সম্মৃদ্ধ ব্যানার্জী তিতিক্ষা দত্ত এবং উপস্থিত ছিল ঔষ্ণিক রায় ও সুহৃদা রায় ও শ্রীহিতা সামন্ত । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতীম ঘোষ ।
এই অনুষ্ঠানে সুযোগ দেওয়ার জন্য মাননীয়া শর্মিলা ঘোষ সহ কলকাতা দূরদর্শনের জীবন শিক্ষা পরিষদ পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিবাদন।
১) - শরীর চেনো সুস্থ থাকো আমাদের শরীরের গঠন জানার পাশাপাশি সেই জানা বোঝা আমাদের জীবনে কোথায় কাজে লাগতে পারে তাই নিয়ে নির্মিত হয় এই আসরটি। উল্লেখ থাকে এসো চিনি নিজের শরীর শীর্ষক বেশ কয়েকটি পর্বে, এই লক্ষ্য নিয়ে আমরা বানিয়ে চলেছি বেশ কিছু ক্লাস। ইউটিউবে যার দর্শক সংখ্যা প্রায় লক্ষাধিক। https://www.jeevanshiksa.com/science-environment/human-anatomy
২) অনুষ্ঠান মহাকাশের খুঁটিনাটি শীর্ষক আলোচনায় মহাকাশ বিজ্ঞানের আপাত জটিল বিষয়গুলি হাতে-কলমে সহজ করে ছাত্র-ছাত্রীদের কাছে পরিবেশন করেছি আমরা।
চাঁদের এক দিকই কেন আমরা দেখতে পাই ? কিংবা, ধ্রুবতারা কেন স্থির , এমনই সব বিষয় নিয়ে আলোচনা করে আমরা ছাত্র ছাত্রী সহ সাধারণ মানুষের কাছে বিজ্ঞানকে আনন্দ ঘন করে তোলার চেষ্টা করে চলেছি দীর্ঘ দিন । তেমনই কিছু ক্লাসের লিংক । https://www.jeevanshiksa.com/science-environment/astronomy
৩) অঙ্কে জীবন শিক্ষা , এই আসরে, হাতে কলমে কাজের মাধ্যমে অঙ্কের নানা বিষয় কিভাবে শেখা উচিত তাই দেখিয়ে আমরা দেখাতে চেয়েছিলাম যে অংকটাকে যদি আমরা ঠিকঠাকভাবে শিখি তার শুধু কেবলমাত্র নাম্বার পেতে নয় আমাদের সারা জীবনের বিভিন্ন সময়ে কাজে লাগে এমনকি কখনো কখনো জীবন বাঁচাতেও কাজে লাগে.। অঙ্ক নিয়ে আমাদের নানান কাজের হদিস পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলের অঙ্কের মজা মজার অঙ্ক প্লেলিস্টে ।
প্রসার ভারতীর আহ্বানে অনুষ্ঠান পরিবেশন জীবন শিক্ষা পরিষদ এর
আনন্দের সাথে জানাই , ২০২২ সালে “ জীবন শিক্ষা পরিষদ” এর পক্ষ থেকে দূরদর্শন কেন্দ্র কলকাতায় “বিজ্ঞান প্রসঙ্গে” অনুষ্ঠানে “ খেলতে খেলতে অঙ্ক” শীর্ষক দুইটি অনুষ্ঠান প্রসার ভারতীর আহ্বানে পরিবেশিত হয়।
উক্ত অনুষ্ঠানে আমাদের সাথে উপস্থিত ছিলেন বিড়লা ইন্ডাস্ট্রিলেন টেকনোলজিক্যাল মিউজিয়ামের প্রাক্তন অধিকর্তা এবং হাতে-কলমে বিজ্ঞান শিক্ষার প্রসারে পথিকৃৎ মানুষ মাননীয় সমর কুমার বাগচী মহাশয়। খেলতে খেলতে অঙ্ক এর পর্ব ১ এর লিঙ্ক খেলতে খেলতে অঙ্ক পর্ব ২ এর লিঙ্ক