Activities of Radhanagar BD Primary School
রাধানগর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের নানা অনুষ্ঠানের খবরাখবর থাকবে এই পাতায়
Special Class
2023 সালের নানা কর্মকাণ্ড
২০২২ সালের নানা অনুষ্ঠান
রবীন্দ্র স্মরণ - পর্ব ১
ভূমিকা
এবার তোর মরা গাঙে - সমবেত কন্ঠে
কবিতা - সোনাক্ষী শর্মা
হে নূতন ... স্বপ্নিল ঘোষ
সঙ্গীত - আমরা সবাই রাজা - অনুশ্রী বিশ্বাস
কবিতা - আমরা চাষ করি আনন্দে - তিতিক্ষা দত্ত
কবিতা - গার্গী দাস
কবিতা - রাজদীপ শর্মা
কবিতা - সুতীর্থ সাহা
রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিছু কথা - অনন্যা বেরা
তালগাছ - মেঘা বিশ্বাস
গান - অর্পণ ভট্টাচার্য
কবিতা - তানিয়া মোদক
এসো শ্যামল সুন্দর - মহুল সেনগুপ্ত
হা রে রে রে আমায় ছেড়ে দে রে দে রে - অর্ক প্রভ ঠাকুর
তোমারি গেহে পালিছ স্নেহে - মনীষা কর্মকার
রবীন্দ্র সঙ্গীত - সম্রাজ্ঞ রায়
রবীন্দ্র সঙ্গীত - স্বাগতম
রবীন্দ্র সংগীত : অঞ্জুশ্রী বিশ্বাস
বাঁশ তরঙ্গে রবীন্দ্র সংগীত : সপ্তর্ষি ব্যানার্জি
কবিতা অন্য মা - স্বাগতম ব্যানার্জি
আমরা সবাই রাজা - সোনাক্ষী শর্মা
বীর পুরুষ - মহুল সেনগুপ্ত
কবিতা : কৃপণ : দিলীপ কুমার কুম্ভকার
নাটক - অমল ও দইওয়ালা
আচার্য প্রফুল্ল চন্দ্র রায় ও গোপাল চন্দ্র ভট্টাচার্য্য় স্মরণে পরিবেশিত হল - সামান্য উপকরণ সহযোগে হাতেকলমে "বিজ্ঞানের মজা মজার বিজ্ঞান" প্রদর্শনী
*তোমার পতাকা যারে দাও*
*তারে বহিবারে দাও শকতি।*
🌿🌿🌿🌿🌿
এই মলিন পোশাকের মানুষটি এক্কেবারে সাদামাটা জীর্ণ শীর্ণ মহামানব সময়ের থেকে কতদূর এগিয়ে ভেবেছিলেন , কাজ করেছিলেন তার হদিশ, তার গুরুত্ব বোধহয় এখনো আমরা ভাবতে ও উপলব্ধিই করতে পারি না !
নইলে এ দেশের এমন হাল হ'তো না !
বিজ্ঞান শুধু পড়া ও নম্বর পেয়ে পাশ করাই নয় , বিজ্ঞান মনস্কতার চর্চা যে দেশের অগ্রগতির জন্য কতটা জরুরী তা উপলব্ধি করেছিলেন আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায় , অক্ষয় কুমার দত্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর , রবীন্দ্রনাথ ঠাকুর এর মতো মহামানবেরা !
আজ যখন, ৩১ বছর ধরে চলা, জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেস বন্ধ হয়ে যায়, জাতীয় বিজ্ঞান কংগ্রেস যখন আর হয় না, ডারউইন সিলেবাস থেকে বাদ যায় তখন এই মানুষটার ভাবনার কথা বড্ড বেশী মনে হয় না কী?
যে আক্ষেপ উনি তাঁর সত্য অসত্য প্রবন্ধে লিখেছিলেন "প্রায় অর্ধ-শতাব্দী ধরিয়া আমি অধ্যাপনার কাজ করিয়া আসিতেছি এবং সেই উপলক্ষে কত হাজার হাজার ছাত্রকে বুঝাইয়া দিয়াছি যে, সূর্য এবং চন্দ্র গ্রহণ রাহুনামক কোনো রাক্ষসের ক্ষুধা নিবারণের চেষ্টায় সংঘটিত হয় না, এবং শেষে মর্ত্যবাসীদের কাঁসর, ঘন্টা, ঝাঁঝর এবং খোল-করতালের সহযোগে পূজা-অর্চনায় রাক্ষসাধিপতি রাহু তৃপ্ত এবং তুষ্ট হইয়া চন্দ্র-সূর্যকে ছাড়িয়া দেওয়ার ফলেই তাহার মুক্তি সংঘটিত হয় না। এই যে জনশ্রুতি – ইহা নিছক মিথ্যা এবং কল্পনাপ্রসূত।"
আজ সেই "মিথ্যা ও কল্পনার অস্তিত্ব" কে কালের বিপরীত নিয়মে গায়ের জোরে টিকিয়ে রাখার কুৎসিত অথচ নিশ্চিত বিফল হতে চলা প্রয়াস সমস্ত ইন্দ্রিয় দিয়েই আমরা উপলব্ধি করছি !
কালের নিয়মে এই প্রয়াস বিফল হবেই ! আমাদের কাজ শুধু মাথা উচু করে জ্ঞানের মশাল টুকু জ্বেলে রাখা !
আর চোখ বুজে একবার উপলব্ধি করা ,
"পৃথিবী ঘুরছে" বলার অপরাধে অন্ধকার কুঠরী তে বন্দী গ্যালিলিওর যন্ত্রণার কথা! জিভ কে কেটে দিয়ে জ্বালিয়ে দেওয়া জিওর্দানো ব্রুনোর যন্ত্রণার কথা !
নিভৃতবাসে যাওয়া বিদ্যাসাগরের পাহাড় প্রমাণ কষ্টের কথা !
আর তাহলেই আমরা পেয়ে যাবো এইসব মানুষগুলোর কাজের কথা, ভাবনার কথা ছড়িয়ে দেওয়ার অন্তরের তাগিদ ! পেয়ে যাবো ওই প্রকৃত জ্ঞানের পতাকা গুলোকে বুকে আঁকড়ে ধরার ইচ্ছে ! পতাকা গুলোকে ধ'রে কোনোও মতে তুলে দাঁড়িয়ে থাকার প্রেরণা !
নইলে, জীবনের শেষ দিনে আগামীর কাছে মুখ দেখাবো কেমন করে ?
✍️ সৌম্য সেনগুপ্ত
🌿🌿🌿🌿🌿🌿🌿
সাথে রইল , রাধানগর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে এ এই দিন , "বিজ্ঞানের মজা মজার বিজ্ঞান" শীর্ষক অনুষ্ঠানের মাধ্যমে , প্রফুল্ল চন্দ্র রায় ও গোপাল চন্দ্র ভট্টাচার্য্য এর জন্মদিবস উদযাপনের দুইটি ভিডিও ডকুমন্টারী র লিঙ্ক।
*২০২২ সালে*
https://youtu.be/u64RVL-JCZI?si=xMSrTPlH0jhGKice
*২০২৩ সালে*
https://youtu.be/GJZAWg8CzK0
২ আগস্ট ২০২২, রাধানগর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে পরিবেশিত অনুষ্ঠানের ভিডিও , ছবি ও সংবাদ পত্রে প্রকাশিত খবর ।
"বিজ্ঞান কে বই এর পাতায় বন্দি করে রাখবো না।
যা জানি না জেনে নেব, জানি যা তা ছড়িয়ে দেব.."
গত ২ আগস্ট ২০২২, আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মদিনে, বিজ্ঞানী গোপাল চন্দ্র ভট্টাচার্য্য ও আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়ের স্মরণে রাধানগর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে *বিজ্ঞানমনস্কতা বৃদ্ধির লক্ষ্যে বিজ্ঞানের মজা মজার বিজ্ঞান* শীর্ষক অনুষ্ঠান এই বিখ্যাত গানের কয়েক কলি গেয়েই শুরু হ'ল !
রাধানগর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক - দীলিপ কুম্ভকার মহাশয় শুরুতেই বললেন প্রফুল্লচন্দ্র রায়ের জীবনী নিয়ে।
প্রফুল্ল চন্দ্র রায় ও গোপাল চন্দ্র ভট্টাচার্য্যের প্রতিকৃতি তে মাল্যদানের পর, ফেলে দেওয়া ও স্বল্প মূল্যের নানা উপকরণ সহযোগে শুরু হ'ল উক্ত হাতেকলমে বিজ্ঞানের অনুষ্ঠান।
শিশুরা বিজ্ঞান টা যাতে ভালো করে বোঝে, আনন্দের সাথে হাতেকলমে যাতে শেখে এবং জীবনে তা প্রয়োগ করতে শেখে তাই এই প্রয়াস।
বেলুন, কাচের শিশি, জার, টেস্টটিউব, সহ নানা সাদামাটা জিনিস দিয়ে যে কত অদ্ভুত সুন্দর মজার ঘটনা দেখা যায় তা অবাক হয়ে দেখল শিশুরা ।
আমাদের জীবনের প্রতিটি কাজের মধ্যে বিজ্ঞান কীভাবে ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে তার এক আনন্দঘন আভাস দেওয়ার চেষ্টা করা হোল এই অনুষ্ঠানের মাধ্যমে !
বায়ুর চাপ, তরলের ধর্ম , নিউটনের সূত্র, বর্নৌলির সূত্র ও তড়িৎ চুম্বকত্ব সহ প্রকৃতির নানা নিয়ম এবং তাদের বাস্তব জীবনে কোথায় কীভাবে কাজে লাগে সেগুলি নিজেরা হাতেকলমে করেও দেখল! বুঝে নিল তার পেছনের বিজ্ঞানটাও।"
এভাবে শিখে বড়ো হয়ে বিজ্ঞান মনস্ক হ'য়ে উঠবে আমাদের কচিকাঁচা রা। আর প্রফুল্লচন্দ্র রায় তো তাইই চেয়েছিলেন।তাই সে চেষ্টা তো আমাদের করতেই হবে! সেই লক্ষ্যেই আমাদের এই প্রয়াস।
যে যে পরীক্ষা গুলি পরিবেশিত হয়েছে
00:33 - পরীক্ষা ১ বিদ্যুৎ কীভাবে তৈরী হয় ?
06:36 - পরীক্ষা ২; এসো গ্লাসে হাওয়া ভরি । শূন্য স্থানে যে বাতাস থাকে তা সহজেই বুঝবে শিশুরা
09:59 - পরীক্ষা ৩ ; জলে ডোবালেও যে কাগজ ভেজে না । বায়ু ও তরলের ধর্ম সম্পর্কে সহজেই বুঝতে পারবে শিশুরা ।
14:34 - পরীক্ষা ৪:মোমবাতি নিবছে কেন ? - সহজ পরিক্ষার মাধ্যমে জল ও বাতাসের ধর্ম বুঝতে পারবে শিশুরা ।
19:10 - পরীক্ষা ৫, স্ট্র দিয়ে জল খেতে পারা যায় না কেন কেন ?
21:42 - পরীক্ষা ৬ : ঘুরন্ত স্ট্র : জেট প্লেন যেজন্য ওড়ে বুঝতে পারবে শিশুরা ।
25:15 - পরীক্ষা : ৭ : পেরিস্কোপ ,
27:50 - পরীক্ষা ৮ : বাতাস বের হলে তবে জল ঢোকে ।
29:16 - পরীক্ষা ৯ :দেখি কার ফুঁ এর জোর বেশি ? বর্নৌলির এর তত্বের সহজ সুন্দর পরীক্ষা !
30:04 - পরীক্ষা ১০ : ফুঁ দিলেও যে বল পড়ে না !
30:56 - পরীক্ষা ১১ : রং পরিবর্তনের মজা !
খুব খুশি ওরা । এবার সব পরীক্ষা হাতেকলমে করবে ওরা !
ছবিতে ফুল দিচ্ছেন প্রধান শিক্ষক - দিলীপ কুমার কুম্ভকার মহাশয়
নিজে হাতেকলমে পরীক্ষা গুলিটি করে তার নোট নিয়েছে জিৎ সেন
অঙ্ক কে যে ছুঁয়ে দেখা যায় - সায়েন্স কংগ্রেসে তাই হাতেকলমে কাজের মাধ্যমে দেখালো রাধানগর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান ও সদ্য - প্রাক্তন ছাত্রছাত্রী রা
অঙ্কের মজা মজার অঙ্ক এর নানা নমুনা নিয়ে আমাদের বিদ্যালয়ের বর্তমান ও সদ্য প্রাক্তন ছাত্র ছাত্র ছাত্রী হাজির ছিল বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে ৫ম রিজিওন্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কংগ্রেস ২০২২ - ২৩ এর প্যাভিলিয়নে ।
১.৪৩৫ এর ৩ মানে কী , ৪ মানেই বা কী ? লসাগু গসাগু কী হাত দিয়ে ছুঁয়ে দেখা যায় ? ভগ্নাংশ এর নানা খুঁটি নাটি । স্থানীয় ও প্রকৃত মানের ধারণা
দৈর্ঘ্যের একক সেন্টিমিটার এর "সেন্টি" মানে কী , মিলি কথার অর্থ কী ? ধনাত্মক ঋণাত্মক এর ধারণা বুঝে সরল - কার্ডের সাহায্যে ভাগ গুণ
এই সব বিষয় নিয়েই ছিল ওদের উপস্থাপনা !
পশ্চিমবঙ্গ সরকারের বর্তমান অঙ্ক বইয়ের পাঠক্রমে এভাবেই অংক শেখার কথা অঙ্ক , সেই বিষয় গুলি ই #খেলতে_খেলতে_লেখাপড়া_পড়তে_পড়তে_খেলা র ছলে পরিবেশন করল সকলের কাছে।
বিশ্ববিদ্যালয়ের প্রফেসর থেকে শুরু করে পিএইচডি স্কলার থেকে শুরু করে নানান ব্যক্তিবর্গের অফুরান ভালোবাসা কুড়িয়ে নিল ওরা !
সকলেই এক বাক্যে স্বীকার করলেন অঙ্ক যে এত সহজে সুন্দরভাবে শেখা যায় তা প্রথম দেখলাম আমরা !
ওরা আগামী দিনে আরো এগিয়ে চলুক ! অনেক অনেক দূর ! আমাদের কাজ ওদের সঠিক পথ দেখানো !
সেই চেষ্টা আমরা সকলে মিলেই করে চলেছি।
এই পদ্ধতি মালার হদিশ পেতে চোখ রাখতে পারেন গনিতের নানা ধাপ - এই পাতায়
ছাত্রছাত্রীরা কেমন ভাবে পরিবেশন করল ? ছাত্রছাত্রীদের উপস্থাপনা দেখে কী বললেন বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী - রিসার্চ স্কলার থেকে শুরু করে অধ্যাপক বৃন্দ ? দেখতে ক্লিক করুন নীচের ভিডিও গুলিতে ।
বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহাশয় এবং মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস মহাশয়ের সাথে বিদ্যালয়ের ছাত্রছাত্রী - ৯/১/২০২৩
যাত্রা শুরুতে অভিভাবক অভিভাবিকা দের সাথে
সংবাদ শিরোনামে