খেলতে খেলতে পড়া... পড়তে পড়তে খেলা...
গত ১৪-১৫ জানুয়ারি ২০২৫, বর্ধমানে প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের নিয়ে অনুষ্ঠিত হয় , হাতেকলমে গণিত শিক্ষাদানের আবাসিক প্রশিক্ষণ কর্মশালা । ব্যবস্থাপনায় - UUPTWA - পূর্ব বর্ধমান
আমরা কতজন জানার সুযোগ পেয়েছি যে ৫ এবং ৬ এর লসাগু যে ৩০, তা কি ছুঁয়ে দেখা যায় ? যায় ! আক্ষরিক অর্থেই যায় !
এবং তেমনি পদ্ধতিমালার উল্লেখ আছে চতুর্থ শ্রেণীর গণিত বই এ ! সামান্য কিছু কাজের মাধ্যমে !
এভাবে যোগ বিয়োগ গুন ভাগ ভগ্নাংশ দশমিক লসাগু গসাগু ইত্যাদি গণিতের প্রাথমিক সমস্ত বিষয় শিশুরা শিখতে পারে কাঠি, নুড়িপাথর, কাগজ ইত্যাদি সহজলভ্য শিক্ষা উপকরণ ব্যবহার করে এবং অবশ্যই হাতে কলমে বুঝে বুঝে !
বর্তমানে শিশু-শিক্ষা-বিজ্ঞানীরা সকলেই এই বিষয়ে একমত , যে কোনোও শিশু যদি প্রাথমিক স্তর থেকেই গণিত বিষয়টিকে সহজ সুন্দরভাবে শিশু মনোবিজ্ঞান সম্মত উপায়ে শেখে তাহলে তার মননের ধারণ ক্ষমতার সঠিক বিকাশ সম্ভব হয় ফলে
সে সমস্ত বিষয়কেই সঠিক ভাবে শেখার ক্ষমতা লাভ করে ।
শিশুর মধ্যে চিন্তা ভাবনা করার ক্ষমতা বৃদ্ধি লাভ করে যা শিশুর সামগ্রিক বিকাশ লাভের পথকে সুগম করে তোলে !
আবার শিশু বিজ্ঞানীরা এটাও দেখেছেন সারা পৃথিবীর মতো এদেশেও বেশিরভাগ শিশুই অঙ্কে দুর্বল !
তার কারণ এটাই যে শিশুকে সঠিকভাবে গণিতের বিষয়গুলি শেখানো হয় না , বা তারা সুযোগ পায় না !
আবার এদিকে ,হাতে-কলমে কাজের মাধ্যমে খেলার ছলে শিশুদের ঠিক কীভাবে গণিত শিক্ষার বুনিয়াদি ধাপ গুলি শেখানো সম্ভব তার অসাধারণ নমুনা আছে পশ্চিমবঙ্গের প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জন্য নির্মিত গণিত বইগুলিতে ।
অথচ সেই বিষয় গুলি সম্বন্ধে বেশিরভাগ মানুষই অবগত নন !
তার কারণ সঠিক প্রশিক্ষণের অভাব ! আমরা জীবন শিক্ষা পরিষদ , এই বিষয় নিয়ে , নানা বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে গভীরভাবে কিছু কাজ করে চলেছি !
এই পরিপ্রেক্ষিতে উস্থি ইউনাইটেড প্রাইমারী টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন UUPWTA , বর্ধমান ইউনিট , প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের নিয়ে দুই দিনব্যাপী একটি আবাসিক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছে।
এই শিবিরে, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সরকারি অঙ্ক বই এ কার্ড কাঠি কাঁকর সহ নানা Activities এর মাধ্যমে গণিতের বুনিয়াদি বিষয় গুলি শেখার যে কথা আছে , তথা সামান্য কিছু উপকরণের সাহায্যে হাতেকলমে কাজের মাধ্যমে অঙ্কের নানা বিষয় গুলি কীভাবে শিখলে গণিত শিক্ষা শিশুর কাছে অর্থবহ হয়ে উঠবে , তা পর্যায়ক্রমে বিস্তারিত ভাবে প্রদর্শিত হয় ।
সাথে থাকে হাতেকলমে নানা Teaching Learning Material তৈরীর উপায় নিয়েও আলোচনা হয়
অঙ্ক ও বিজ্ঞান কে ছুঁয়ে দেখার, আনন্দঘন দুটো দিনের ইতিবৃত্ত !
অনুষ্ঠানের ভিডিও লিঙ্ক
পর্ব ১ https://www.youtube.com/live/Xgjt2YEGx0U?si=tUEJQ25X9NlAT3Tb
পর্ব-২ https://www.youtube.com/live/ukNYfapaE5E?si=d-bqtfEC8UKlCFBJ
পর্ব -৩ https://www.youtube.com/live/oknOCv93Cms?si=uDb9NL5uK-Ms2uSu
পর্ব -৪ https://www.youtube.com/live/OnKQbEHBaOk?si=Y6KqBCyYXj_zBkuT
পর্ব -৫ https://www.youtube.com/live/c9G055Z1r5E?si=zU_MnpwxK4eq0jW0
পর্ব -৬ https://www.youtube.com/live/JXFDs-qkeQI?si=ZXa8aYe0r0MvyHa3
পর্ব -৭ https://www.youtube.com/live/xGo_237OaPw?si=1tfNP89xDgjaRV5k
পর্ব -৮ https://www.youtube.com/live/kdWAzGXP9aA?si=zcmsud_j-HMHeC7K
পর্ব - ৯ https://www.youtube.com/live/UrN31S_zOn4?si=FqR48W6CckRVnVz_
পর্ব -১০ https://www.youtube.com/live/myMO79d-F9c?si=yqvU2V6H5V9EqP4c