খেলতে খেলতে পড়া... পড়তে পড়তে খেলা...
গত ৩০ সেপ্টেম্বর ২০২৩ , বিষ্ণুপুর কে এম উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল ৩১ তম জেলা স্তর জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেস। মূল্যায়নকারীদের মুল্যায়নের পর যে যে শিশু বিজ্ঞানী রাজ্য স্তরের শিশু বিজ্ঞান কংগ্রেসের জন্য নির্বাচিত হয়েছে তাদের তালিকা নিম্নরূপ ।
সুধী
সমস্ত গাইড টিচার ও শিশু বিজ্ঞানীদের জানানো যায় যে , যারা যারা ফর্ম পূরণ করেছে তাদের গবেষণার বিষয় নিয়ে আলোচনার জন্য *সায়েন্স কমিউনিকেটরস ফোরাম* এর পক্ষ থেকে , জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেস এর রাজ্য একাডেমিক কো অর্ডিনেটর এর পক্ষে উপস্থিত থাকবেন সৈকত গাঙ্গুলী ।এবং আমাদের এই মিটিং এ উপস্থিত থাকবেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক শুভ্র সুন্দর ।
আগামীকাল ২/৯/২০২৩ সন্ধ্যে নাগাদ , গুগল মিট এ।
সকলকে সঠিক সময়ে উপস্থিত থাকার অনুরোধ জানাই
শুভেচ্ছা জানিয়ে
সৌম্য সেনগুপ্ত
ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর
বাঁকুড়া
জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেস ২০২৩
শিশু বিজ্ঞানীদের নাম নথিভুক্ত করার জন্য নীচের গুগুল ফর্ম পূরণ করুন আগামী ২১ আগস্ট ২০২৩ এর মধ্যে ।
৫ আগস্ট ২০২৩ দুপুর ১২ঃ৩০ এ অনুষ্ঠিত হয়ে গেল বাঁকুড়া জেলার শিক্ষক শিক্ষিকাদের অনলাইন টিচার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম ।
যে যে প্রেসেন্টেশন দেখানো হয় তাদের লিঙ্ক
কী বিষয় নিয়ে গবেষণা করবে ওরা ? গত ২০২২ এর মতোই , জেনে রাখুন এখান থেকে ।
প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা দের দেওয়া জেলা বিদ্যালয় পরিদর্শকের চিঠির কপি
Letter from Respected District Inspector of Schools (PE)
Letter from Respected District Inspector of Schools (SE)
চলুন এবার সায়েন্স কংগ্রেস সম্পর্কে বিস্তারিত জানা যাক
প্রতি
মাননীয়/ মাননীয়া শিক্ষক শিক্ষিকা ও আধিকারিক ও অভিভাবক ও অভিভাবিকা বৃন্দ
জীবন শিক্ষা পরিষদের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিবাদন জানাই।
আনন্দের সাথে জানাই , এই বছর আবারো অনুষ্ঠিত হতে চলেছে জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেস । সায়েন্স কমিউনেকেটর ফোরাম এর তত্বাবধানে পশ্চিমবঙ্গের নানা জেলার মতো বাঁকুড়া জেলার নানা স্কুলের শিশু বিজ্ঞানীরাও অংশ নেবে এই কর্মকাণ্ডে ।
সায়েন্স কমিউনেকেটর ফোরাম এর পক্ষ থেকে জীবন শিক্ষা পরিষদ কে বাঁকুড়া জেলার সায়েন্স কংগ্রেস এর দায়িত্ব দেওয়া হয়েছে । এ আমাদের সকলের কাছে এক আনন্দ ও সম্মানের বিষয় ।
আপনাদের সকলের সুবিধার্থে এই ওয়েব পেজ আমরা তৈরী করলাম । বাঁকুড়া জেলা সহ নানা বিদ্যালয়ের যে সমস্ত স্কুল/ ছাত্র ছাত্রী অংশ নিতে চান তাঁরা এই পাতায় তাঁদের জিজ্ঞাস্য নানা তথ্য ও নানা খবরাখবর যাতে পান তার চেষ্টা আমরা করব।
আশা করি আপনাদের সকলের সহযোগিতায় ও সক্রিয় অংশগ্রহণে এই কাজ আমরা আমাদের স্নেহের শিশু বিজ্ঞানীদের নিয়ে এই বিজ্ঞান কংগ্রেস সুচারু ভাবে সম্পন্ন করতে পারব ।
জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেস কী , কারা এতে অংশ নিতে পারবে ? কীভাবে কোথায় কী করতে হবে ইত্যাদি নানা প্রশ্নের উত্তর পেতে এই পুস্তিকাটি তে চোখ রাখুন ।
কোন থিমের উপর এইবারের শিশু বিজ্ঞান কংগ্রেসে অংশ নেবে শিশুরা জানতে দেখুন এই পাতাটি
জেনে রাখবেন ২০২৩ সালেও একই থিম ও সাব থিমের উপর হবে এই বারের সায়েন্স কংগ্রেস
পশ্চিমবঙ্গের কোন জেলায় কে দায়িত্বে আছেন আপনি জানতে চান ? এই রইল তাঁদের নাম ও যোগাযোগের ঠিকানা
আপনি কি বাঁকুড়া জেলা থেকে অংশ নিচ্ছেন ? তাহলে চোখ রাখুন এই অংশে
জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেস এর বাঁকুড়া জেলার জেলা স্তরের কর্মসূচী আরো ভালোভাবে নিজেদের মধ্যে যোগাযোগ রেখে করার লক্ষ্যে নিiর্মিত হয়েছে টেলিগ্রাম ও What's App গ্রুপ । আপনাদের যুক্ত হওয়ার আহ্বান জানাই । নীচের লিঙ্ক এ ক্লিক করলেই জুড় যাবেন আমাদের সকলের সাথে :)
বাঁকুড়া জেলার শিক্ষক শিক্ষিকা রা এই টেলিগ্রাম গ্রুপে যোগ দিতে পারেন । এর সাহায্যে আমরা নিজেদের মধ্যে কথা যোগাযোগ ও কথোপকথন করতে পারি ।
তার আগে আপনার এই App টি ফোনে Install না থাকলে Telegram App টি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন ।
একটি নমুনা লগ বুক - কেমন ভাবে লিখেছে এক শিশু বিজ্ঞানী - দেখে নিতে পারেন এই লিংক থেকে ।
কীভাবে শিশু কংগ্রেসে শিশুরা নিজেদের প্রোজেক্ট পরিবেশন করবে , তার নমুনা - কৃতজ্ঞতা স্বীকার - সায়েন্স কমিউনিকেটর ফোরাম
প্রজেক্ট এর কপি কীভাবে লিখবে শিশুরা একটি নমুনা ।
*জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসের সাধারণ নিয়মাবলি* কারা যোগ দিতে পারবে? বয়স কত হতে হবে? কিভাবে কাজ এগিয়ে নিয়ে যেতে হবে? খাতা কেমন হবে? খাতায় কার পরে কি থাকবে?পোস্টার কেমন হবে? কোন পোস্টারে কি থাকবে? কি ভাবে কত সময়ের মধ্যে বলতে হবে? খুব ভালো প্রকল্প করলে কি কি পাওয়া যেতে পারে?
*যেসব শিক্ষক শিক্ষিকারা Project করাচ্ছেন পুরো ভিডিওটা মন দিয়ে বারবার শুনুন। আপনার যা যা জানার সব কথাই বলা আছে এখানে।* ছাত্র ছাত্রীদের বা অভিভাবকদেরও শুনতে বলুন।
Project লেখার কাজ প্রায় শেষের দিকে। পোস্টার লেখা চলছে। পরশু সারাদিন কিভাবে Project Presentation হবে তার মহড়া দেওয়ার দিন। তাই কিভাবে Project Presentation হবে, সেটা বোঝার সুবিধার জন্য এই ভিডিও টা দিলাম। আপনারা নিজেরা দেখুন। যে সব ছাত্র ছাত্রী Project Presentation করবে তাদের অবশ্যই দেখতে বলুন, বার বার শুনতে বলুন।
কোন দিন কোথায় কী হবে এবং কী কী হয়ে গেল তার হদিশ পাবেন এই অংশে ।
জেলা স্তরের সায়েন্স কংগ্রেস হবে আগামী সেপ্টেম্বর মাসের শেষ ( সম্ভবত ৩০ সেপ্টেম্বর ) সপ্তাহে ।
২০২২ এর সায়েন্স কংগ্রেস এর কিছু ইভেন্ট ও ছবি
২৩ আগস্ট ২০২২ - প্রথম ট্রেনিং অনুষ্ঠিত হয়ে গেল অনলাইন ও অফলাইনে ।
ডিসট্রিক্ট লেভেল টিচার্স ওরিয়েন্টেশন ওয়ার্কশপ এর ফটো গ্যালারি , খবর ও ভিডিও রেকর্ডিং
যেসমস্ত শিক্ষক শিক্ষিকা এই ট্রেনিং অনলাইন বা অফলাইনে নিলেন তাঁদের সকলকে অভিবাদন জানাই ! আর যাঁরা নিতে পারলেন বা নেটওয়ার্ক এর সমস্যার জন্য নিতে পারলেন না তাঁরা নীচের লিঙ্ক থেকে দুই পর্বে তার লাইভ স্ট্রীমিং দেখতে পারেন ,
উক্ত ট্রেনিং এ পরিবেশিত পিপিটি এর লিঙ্ক তিনটি পেতে ছবিতে ক্লিক করুন ।
৮/৯/২০২২ ; - যে সমস্ত শিক্ষক শিক্ষিকা ইতিমধ্যে নাম নথিভুক্ত করেছেন তাঁদের নিয়ে একটি Orientation Program হয়ে গেল গত ৮/৯/২০২২
১৩/৯/২০২২ - জেলা প্রশাসনের আধিকারিকদের সাথে অনলাইন বৈঠক
Updated on 10 th September 2022 , 10:47 a.m.
আগামী কোন্ দিন কী করতে হবে ?
1) Poster Compaction 2) Creative Model Competition
3) Popular Science Talk
আনন্দের সাথে জানাই, জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসের জেলা স্তরের প্রতিযোগিতার আসরে পশ্চিমবঙ্গ সরকার থেকে তিনটি বিষয়ে যোগ করা হয়েছে
১) সৃজনাক্ত পোস্টার কম্পিটিশন (পঞ্চম থেকে অষ্টম শ্রেণী ছাত্র-ছাত্রীদের জন্য ) ২) ইনোভেটিভ মডেল কম্পিটিশন (নবম থেকে দশম শ্রেণী ছাত্রছাত্রীদের জন্য ) এবং ৩) বাংলা ভাষায় বিজ্ঞান বিষয়ক আলোচনা।
উক্ত দুই কম্পিটিশন এর জন্য সারা জেলা থেকে ৩০ জন ছাত্রছাত্রীকে বেছে নেওয়া হবে। তাদের মধ্যে সেরা তিনজনকে পুরস্কৃত করা হবে।
এই মর্মে মাননীয় জেলা বিদ্যালয় পরিদর্শক সমস্ত বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জ্ঞাতার্থে প্রধান শিক্ষক শিক্ষিকা দের নীচের চিঠি পাঠিয়েছেন।
সব শেষে সকলের জন্য বিজ্ঞান কংগ্রেসের জেলা স্তরের অনুষ্ঠানে ছিল ; বিজ্ঞান বিষয়ক বক্তৃতামালা !
আপনারা নিশ্চয়ই জানেন এখন বহু মানুষ অল্প বয়সেই আক্রান্ত হচ্ছেন স্ট্রোক , উচ্চ রক্তচাপ , সুগার সহ নানা অসংক্রামক ব্যাধিতে ! কিন্তু কেন হচ্ছেন ?
আমরা শিশুদের নানান ফাস্ট ফুড খাওয়াই , সেগুলি খাওয়ানো কতটা ঠিক ? কোন খাবার কীভাবে রেঁধে আমরা খাব ? কোন তেল ব্যবহার করব ? কীভাবে প্রতিরোধ করব আমাদের আগামী প্রজন্মের হতে চলা এই সব মারণ রোগ ? তাই নিয়ে বলতে আসছেন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার গৌতম মিস্ত্রী ! উত্তর দেবেন আপনার আমার সমস্ত প্রশ্নের !
আগামী দিনে নিজে সুস্থ থাকতে ও অন্যদের সুস্থ রাখতে শুনুন এই আলোচনা !
আপনি কি হাতেকলমে কাজের মাধ্যমে , শিশু মনোবিজ্ঞান সম্মত নানা উপায়ে শিশুদের - অঙ্ক বিজ্ঞান সাহিত্য শিল্প সহ নানা বিষয় শেখাতে চান । তাহলে নীচের নমুনা ক্লাস আপনাদের সহযোগিতা করতে পারে !
ক্লাস নিয়েছে রাধানগর বোর্ড প্রাথমিক বিদ্যালয় সহ নানা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবিকা ও শুভানুধ্যায়ী সহ বেশ কিছু ডাক্তার বিজ্ঞানী সমাজকর্মী শিল্পী সাহিত্যিক সহ সমাজের নানা স্তরের মানুষের
জীবন শিক্ষা পরিষদ - রাধানগর বোর্ড প্রাথমিক বিদ্যালয় সহ নানা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবিকা ও শুভানুধ্যায়ী সহ বেশ কিছু ডাক্তার বিজ্ঞানী সমাজকর্মী শিল্পী সাহিত্যিক সহ সমাজের নানা স্তরের মানুষের এক যৌথ প্রয়াস ! এক যৌথ উদ্যোগ । আপনিও চাইলে এই উদ্যগে আমাদের সাথে জুড়তে পারেন ।
জীবন শিক্ষা পরিষদ - এর পরিচয় ও কাজ সম্পর্কে জানতে ঘুরে দেখুন আমাদের ওয়েবসাইট ।