খেলতে খেলতে পড়া... পড়তে পড়তে খেলা...
বাগনান দক্ষিণ চক্রের হাল্যান গ্রাম পঞ্চায়েতের পাশাপাশি তিনটি স্কুল ছয়ানি নিউ সেট আপ আপার প্রাইমারি, নলপুকুর ফ্রি প্রাথমিক এবং গড়তলি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে অঙ্কের কর্মশালা করল জীবন শিক্ষা পরিষদ। সবেমাত্র প্রথম পর্বের মূল্যায়ন শেষ হয়েছে। তবে খেলার ছলে অঙ্ক কষার দিনে হাজির প্রায় সবাই। দুটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রছাত্রী এবং নিউসেট আপ আপার প্রাইমারির পঞ্চম থেকে অষ্টম সকল ছাত্রছাত্রীরাই উপস্থিত ছিল এই কর্মশালায়। কাঠির সাহায্যে সংখ্যা তৈরি, স্থানীয় প্রকৃত মানের ধারণা, কার্ড ও কাঠির সাহায্যে যোগ বিয়োগ গুণ খেলার ছলে কষল সবাই। লসাগু ছুঁয়ে দেখল ছাত্রছাত্রীরা। মিটার স্কেল প্রত্যেকে বানালো নিজেরা, তা দিয়ে মেপে দেখলো টেবিল থেকে ক্লাসরুম। উপস্থিত ছিলেন দুই শিক্ষাবন্ধু বাদল রায় ও সুনিত সরকার মহাশয়। অবর বিদ্যালয় পরিদর্শক ঝিলম সাঁতরা মহাশয়া নিজে উপস্থিত না থাকলেও শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। কর্মশালা তত্ত্বাবধায় করলেন নলপুকুর ফ্রি প্রাথমিকের শিক্ষক তথা জীবন শিক্ষা পরিষদের সদস্য ভাস্কর রায়। আগামী দিনে স্কুলে আরও এমন কর্মশালা হোক চাইছে ছাত্রছাত্রী থেকে অভিভাবক সকলেই।
মিটার সেন্টিমিটার ডেসিমিটার ছুঁয়ে দেখা