Chemistry Workshop
রসায়নে কত রস
ছাত্র-ছাত্রীদের কাছে রসায়নবিদ্যা আকর্ষণীয় ও মনোগ্রাহী করে তুলতে , জীবন শিক্ষা পরিষদের আয়োজনে গত ২৬ ও ২৭ অক্টোবর , দুই দিনের আবাসিক প্রশিক্ষণ কর্মশালা "রসায়নে কত রস" অনুষ্ঠিত হয়ে গেল বিষ্ণুপুরের রাধানগর গ্রামে রাধানগর উচ্চ বিদ্যালয় ও রাধানগর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে ।
কর্মশালায় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন হাতেকলমে রসায়ন বিজ্ঞান শিক্ষার লক্ষ্যে নিবেদিত প্রাণ বিদগ্ধ রসায়নবিদ ড. অমল কুমার ।
জীবন শিক্ষা পরিষদের কোষাধ্যক্ষ সোমেন ব্যানার্জি বলেন "রাধানগর উচ্চ বিদ্যালয়,ভগলপুর রাধাকৃষ্ণ উচ্চ বিদ্যালয় ,কৃষ্ণনগর যতীন্দ্র কিরণ উচ্চ বিদ্যালয় - পাঁচাল উচ্চ বিদ্যালয় সহ নানা স্কুল ও দুর্গাপুর আড্ডা ইয়ং অ্যাসোসিয়েশন, কলকাতার রোকেয়া শিক্ষা কেন্দ্র ও বোধোদয় এর তত্ত্বাবধানে থাকা ছাত্র ছাত্রী সহ সারা রাজ্য থেকে ৭৬ জন ছাত্র ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা এই কর্মশালায় অংশগ্রহণ করেন।"
জীবন শিক্ষা পরিষদের সভাপতি সৌম্য সেনগুপ্ত বলেন " দুই দিন ধরে ছাত্র ছাত্রীরা তাদের চোখের সামনে বইয়ে পড়া নানা খটমট রাসায়নিক বিক্রিয়ার এক অর্থ খুঁজে পেল। নিজেরা হাতে-কলমে অক্সিজেন হাইড্রোজেন কার্বন-ডাই-অক্সাইড অ্যামোনিয়া গ্যাস তৈরি করল, এবং সামান্য উপকরণ দিয়ে বানানো যন্ত্রের সাহায্যে সেই গ্যাস ব্যবহার করে নানার রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে দেখল।
সামান্য উপকরণ দিয়ে এক উন্নত মানের ডবল চেম্বার গ্যাস সিলিন্ডার বানানো ড. অমল কুমার মহাশয় দীর্ঘদিন ধরে গবেষণা করে এমন সব সহজ যন্ত্রপাতি তৈরী করেছেন এই সব গ্যাস নিয়ে পরীক্ষা নিরীক্ষার জন্য যা কল্পনাতীত ! দুই ভাগ হাইড্রোজেন এবং এক ভাগ অক্সিজেন মিশে আগুন ধরালে যে শার্প আপ সাউন্ড হয়, সেটা যে একদম ঘরোয়া ও হাতের কাছে সামান্য বোতল পাইপ বেলুন সিরিঞ্জ দিয়ে একটি ছোট্ট শিশুর পক্ষে বাড়িতেই সম্ভব সেটা, এই ওয়ার্কশপে ডক্টর অমল কুমার কুমার মহাশয় যেভাবে আমাদের দেখিয়ে দিলেন তা চোখে না দেখলে বিশ্বাস হত না ! "
প্রশিক্ষক ড . অমল কুমার বলেন "ছাত্র-ছাত্রীদের বিজ্ঞানমনস্ক হতে হবে । তারা যাতে বিজ্ঞান কে ভালবাসতে পারে, তাই নিয়ে আমি দীর্ঘদিন ধরে চেষ্টা করেছি । আজ এতগুলো স্কুলের ছাত্র ছাত্রী ও আগ্রহী শিক্ষক শিক্ষিকা দের সামনে দেখতে পারে আমি খুব খুশি । এই ওয়ার্কশপ ছাত্রছাত্রীদের আরো বোধের বিকাশে সাহায্য করবে !"
ড অমল কুমার আরো বলেন " আমি মনেপ্রাণে যা চাই তা-ই পেলাম ! বাঁকুড়ার 'জীবন শিক্ষা পরিষদ' আয়োজিত "রসায়নে কত রস" -নামক কর্মশালায় প্রশিক্ষক হিসাবে থেকে গতকাল ও আজ এই দুদিন ভীষণভাবে উপভোগ করলাম ।অল্প খরচে অথচ নিরাপদে কীভাবে হাতে নাতে রসায়নের পরীক্ষাগুলি সপ্তম থেকে দশম শ্রেণির ছাত্রছাত্রীরা ও শিক্ষকশিক্ষিকাগণ শ্রেণি কক্ষে করতে পারে তারই কর্মশালা । "
এই কর্মশালার অন্যতম সংগঠক ও জীবন শিক্ষা পরিষদ পরিবারের সদস্য, পাঁচাল উচ্চ বিদ্যালয়ের রসায়নবিদ্যার শিক্ষক সুবীর কুমার সাহা বলেন "প্রতিটি অংশগ্রহণকারীকে অমল স্যার একটি কিট দিয়েছেন, যার সাহায্যে সপ্তম থেকে দশম শ্রেণীর পাঠক্রমের রসায়নবিদ্যার নানা পরীক্ষা-নিরীক্ষা ছাত্র ছাত্রীদের আমরা দলগত ভাবে করলাম । আগামী দিনে স্যারের তত্ত্বাবধানে আমরা এই কাজ এগিয়ে নিয়ে যাবো ।"
মানিক লাল সিংহ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় ও জীবন শিক্ষা পরিষদ এর শিক্ষিকা রেখা ঝারিমুণ্যা বলেন "এইরকম ওয়ার্কশপ গুলি তাৎক্ষণিকভাবে অনুঘটক বা স্ফুলিঙ্গের মতো কাজ ক'রে, ছাত্র-ছাত্রীদের বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তোলে ঠিকই, কিন্তু সেই স্ফুলিঙ্গের স্পর্শ সমস্ত ছাত্রছাত্রীদের কাছে পৌঁছাতে গেলে, তাদের স্কুলের তাদের বিষয় শিক্ষক শিক্ষিকার কাছ থেকেই পেতে হবে। তাই সমস্ত ছাত্র ছাত্রীকে হাতে-কলমে বিজ্ঞান শিক্ষার মাধ্যমে, বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তুলতে হলে, একমাত্র হাতিয়ার হ'ল তাদের স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ। তাই আগামী দিনে আমাদের সকলের শ্রদ্ধেয় সমর বাগচী মহাশয় , মাননীয় অমল কুমার মহাশয়ের মতো মানুষের ও জীবন শিক্ষার নিজস্ব গণিত শিক্ষার হাতেকলমে শিখন পদ্ধতিমালা গুলিকে রাধানগর গ্রামে হতে চলা Math & Science Museum CUM STEAM Activity and Research Centre এ সংরক্ষণ করে করে রাখবো, যেখান থেকে, এই ধরনের পদ্ধতিমালা এগুলো শিক্ষক ও ছাত্র সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়ার কাজ হবে ! হাতে কলমে বিজ্ঞান শিক্ষার পদ্ধতিমালা ছাত্র ছাত্রীদের কাছে পৌঁছানোর একমাত্র উপায়ই হল , সরকারি ও বেসরকারি উদ্যোগে প্রশিক্ষিত শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের প্রশিক্ষিত করা ও তা ছাত্র ছাত্রীদের কাছে নিয়ে যাওয়া সুনিশ্চিত করা ।
কৃষ্ণনগর যতীন্দ্র কিরণ হাইস্কুল এর চঞ্চল মাইতি বলেন , " এই ধরনের প্রশিক্ষণ কর্মশালা ও পদ্ধতি মালার প্রচার প্রসার প্রতিটি স্কুলে স্কুলে ছড়িয়ে দেওয়া একান্ত জরুরী । আমদের স্কুলের ছাত্র ছত্রী সহ আমরাও সকলে অনেক কিছু শিখলাম অমল স্যারের কাছে !"
কলিকাতা থেকে অংশ নেওয়া বিবেকানন্দ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বেদিত্রী বোস , বলেন -" যত বলব ততই কম বলা হবে।অসাধারণ একটি অনুষ্ঠান, রসায়ন কে নতুন দৃষ্টিতে দেখতে শিখলাম। সারাজীবন মনেরাখার মত কর্মশালা।"
প্রতিটি ছাত্র-ছাত্রী যাতে হাতে-কলমে কাজগুলি করতে পারে তার জন্য বেশ কয়েকটি দল তৈরি করা হয় যে দলগুলির নেতৃত্বে ছিলেন বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা। শিক্ষক পান্থদ্বীপ বন্দ্যোপাধ্যায় বলেন " ছাত্রছাত্রীরা যতটা না খুশি তাদেরকে এভাবে শেখাতে পেরে আমরা অভিভূত !"
কলকাতার পাটুলি এলাকার প্রান্তিক মানুষদের সন্তানদের নিয়ে একটি নন ফরমাল স্কুল "রোকেয়া শিক্ষা কেন্দ্র" দীর্ঘদিন ধরে সংঘটিত করে আসছেন , কস্তুরী বসু ও তাঁর বন্ধুরা ।
বন্ধুরা । কস্তুরী বসু বলেন - " " রসায়নে কত রস"। বাঁকুড়ার রাধানগর হাই স্কুলে দুই দিনের আবাসিক কেমিস্ট্রি ক্যাম্পে রোকেয়া শিক্ষাকেন্দ্রের চারমূর্তি, রিনা, পিউ, বলরাম আর সন্দীপ। জমজমাট এই ক্যাম্পে অক্সিজেন, হাইড্রোজেন, অ্যামোনিয়া ও কার্বন ডাই অক্সাইড গ্যাস নিজেদের হাতে তৈরি করে হাতেকলমে পরীক্ষানিরীক্ষা করে ওরা বেজায় খুশি। অসাধারণ এই ক্যাম্পটির আয়োজন করেছিল জীবন শিক্ষা পরিষদ, প্রশিক্ষক ছিলেন অধ্যাপক অমলকুমার। আমাদের বন্ধু সৌম্য সেনগুপ্ত ও তার সব সহকর্মীদের অভিনন্দন আর অনেক ভালোবাসা, ছোটোদের হাতেকলমে বিজ্ঞান চর্চার ধারাবাহিকতায় এমন একটি চমৎকার উদ্যোগ সংগঠিত করার জন্য।
সমস্ত অনুষ্ঠানের ভিডিও রেকর্ডিং খুব দ্রুত আসতে চলেছে এই পাতায়