We Helped Piru Bauri
হঠাৎ করেই আমাদের এক ভাইকে বাঁচাতে আমাদের সকলের কাছে সাহায্য চাই । এবং সকলের প্রদেয় সাহায্য পীরু র চিকিৎসা খাতে ব্যয়িত হয়।
যে আবেদন আমরা গত ৬ নভেম্বর ২০২৪ করেছিলাম তা নিম্নরূপ ।
আগামী কয়েকদিনের লক্ষ্য , পীরু কে ভালো করে তোলা ও ওর পরিবারের পাশে দাঁড়ানো !
একজন ভূমিহীন কৃষকের জীবন বাঁচাতে এগিয়ে আসার বিনম্র আবেদন
🌿🌿🌿🌿🌿🌿🌿
সুধী
বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থানার রাধানগর গ্রামের মালিবাগান পাড়ার ভূমিহীন কৃষক পিরু বাউরী ( মোবাইল নং - 9635754861 , ( বাবা - জলধর বাউরি ) ব্রেন টিউমার অপারেশনের জন্য এই মুহূর্তে ভুবনেশ্বর এইমস এ ভর্তি আছে। ( Nuro Surgery 1/4 bed No 4)
আগামীকাল ৭ নভেম্বর ২০২৪, ওর অপারেশন ।
ওর অপারেশনের জন্য সরঞ্জাম ( গ্লাভস ড্রেস ইত্যাদি বাবদ ৩০০০ টাকা, ক্লিপ - ১৮০০০ টাকা ও একান্ত প্রয়োজনে দরকারী ওষুধ -৬০০০ , টাকা ইত্যাদি ) বাবদ প্রায় ৩০,০০০ ( তিরিশ হাজার টাকা ) প্রয়োজন ।
আমরা পিরুর পাড়ার মানুষজন রাধানগর গ্রাম সহ সকলে ওর পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।।
সকলের কাছে অনুরোধ আপনারা আপনাদের ইচ্ছে ও সাধ্যমতো অর্থ , রাধানগর গ্রামের জীবন শিক্ষা পরিষদ এর ব্যাংক একাউন্ট এ পাঠান । আপনাদের পাঠানো অর্থ আমরা যথাস্থানে যথাযথ সময়ে পাঠিয়ে দেবো।
টাকা পাঠানোর upi
9474565047m@pnb
অথবা স্ক্যান করুন
বিনীত
সৌম্য সেনগুপ্ত
সভাপতি
জীবন শিক্ষা পরিষদ
( ৬/১১/২০২৪)
চিকিৎসার নথি
এই আবেদনে সাড়া দিয়ে অনেকেই আমাদের সহযোগিতা করেন । যা পীরু বাউরীর চিকিৎসা / ওষুধ কেনা ও পরিবারের খাওয়া দাওয়ার কাজে ব্যবহৃত হয় ।
( যাঁরা সাহায্য পাঠাবেন অনুগ্রহ করে এই গুগল ফর্ম পূরণ করে আপনার অনুদান সম্পর্কে আমাদের অবহিত করে দেবেন )