Human Anatomy
আমাদের শরীরের মধ্যে অহরহ ঘটে চলেছে নানান মজার কান্ড কারখানা। এই যেমন ধরুন এই যে লেখাটি আপনি পড়ছেন - এই পড়ার কাজটি ঠিক কীভাবে চোখ এবং মস্তিষ্কের সমন্বয়ে আপনার আমার শরীরে ঘটছে ? সেখানে ঠিক কোন আলোকে বিজ্ঞান কাজ করছে ? এই কৌতূহল আমাদের সকলের !
আমাদের শরীরে এমন লক্ষ কোটি জৈব রাসায়নিক বিক্রিয়া অহরহ ঘটে চলেছে । নিজের শরীরের ভেতরে ঘটা এই কাণ্ডকারখানা গুলো জানতে আমাদের সবার ইচ্ছে করে। তাই না ? আর সাথে সাথে সেই জানা বোঝা গুলো কীভাবে আমাদের নিজেদের সুস্থ রাখতে পারে , সেই বিষয়টাও যদি যোগ হয় তার থেকে ভালো আর কী হতে পাপারেরে ?
আর সেই জানা বোঝা টা যদি ত্রিমাত্রিক মডেলের মাধ্যমে হয় ? অর্থাৎ শরীরের পরতে পরতে ঢুকে পড়ে আমরা যদি আমরা নিজেদের শরীরকে চিনতে পারি ? তাহলে এর জানা বোঝার ব্যাপারটা বেশ মজার হয় ? তাই না ! হ্যাঁ , আমাদের এই আসর গুলোতে আমরা ঠিক সেই কাজটাই করার চেষ্টা করছি।
চলুন শুরু করা যাক ত্রিমাত্রিক মডেলে ও দুর্দান্ত 3D গ্রাফিক্স অ্যানিমেশনের মাধ্যমে আমাদের শরীরের রহস্য জেনে বুঝে নেওয়া ।