শিল্প - সংস্কৃতি

শিশুর শরীর ও মনকে সুস্থ ও সুন্দরভাবে গড়ে তুলতে গেলে তাদের মজবুত শরীর গঠনের পাশাপাশি মানসিক স্বাস্থ্য উন্নত করা প্রয়োজন।

সেই লক্ষ্যে আমাদের আসরে নির্মিত হয়েছে বেশ কিছু ক্লাস !

মানসিক স্বাস্থ্য বিকাশের লক্ষ্যে পরিবেশিত ক্লাস


স্বাস্থ্য

তাদের শরীরকে নীরোগ রাখার লক্ষ্যে হূদরোগ বিশেষজ্ঞ ডাক্তার গৌতম মিস্ত্রী সুস্থ শরীর ও মন নিয়ে আটটি পর্বে আলোচনা করেছেন। সেগুলি তোলা আছে

সেই আলোচনা গুলি তোলা আছে সুস্থ শরীর ও মন পাতায়।

নানা জীবনদায়ী কৌশল আমাদের জেনে রাখা দরকার সকলের। তেমনই কিছু কৌশল এর উল্লেখ পাঠ্য বইয়ে আছে । সেই বিষয়গুলি তোলা আছে জীবনদায়ী কৌশল নামের পাতায়।

অসুখ-বিসুখ ও ঘরোয়া চিকিৎসা পর্বে নানা বিদগ্ধ চিকিৎসক এর আলোচনা তুলে রাখা আছে।

নানা অসুখ বিসুখ ও তার ঘরোয়া চিকিৎসা পর্বে নানা বিদগ্ধ চিকিৎসক আলোচনা করেছে নানা অসুখ বিসুখ নিয়ে তা তোলা আছে অসুখ-বিসুখ ও ঘরোয়া চিকিৎসা পাতায়।