মহাকাশ বিজ্ঞানের খুঁটিনাটি 

মহাকাশ সম্বন্ধে আমাদের প্রত্যেকের  কৌতূহল অসীম । 

যাওয়ার সময় চাঁদ কেন আমাদের সাথে সাথে যায় কিংবা চাঁদের কলায় কেন দেখা যায় কিংবা, চাঁদের কেন সবসময় আমাকে একটা পিঠ  দেখতে পাই কিংবা এইযে টিভিতে বিজ্ঞাপনে নানা রকমের রাশি ইত্যাদির কথা আমরা জানতে পারি সেই সব কিছু নিয়ে  শিশুদের কাছে উপস্থাপন করা হয়েছে নানা এপিসোড এ।

এই পাতায় পাবেন সেই ভিডিও গুলি।

মে মাস জুড়ে এক বিরল মহাজাগতিক সৌন্দর্য্য অপেক্ষা করছে। 

ভোর আকাশে খালি চোখে দেখে নাও পরপর সব গ্রহগুলো ।

কিন্তু কেন ই বা গ্রহগুলো কে ঐভাবে দেখা যাচ্ছে সেটাও বুঝে নাও ! 

মহাকাশে ঘুরে  সৌরজগৎ এর প্রাথমিক পাঠ : পর্ব ১ : Virtual tour through Solar system

এই পর্বে শিশুরা মহাকাশে ঘুরে চিনবে সৌর জগৎ কে। 

নানা গ্রহকে চিনবে এবং তাদের নামগুলো জানবে ।


মহাকাশ বিজ্ঞানের খুঁটিনাটি পর্বের এটি তৃতীয় ক্লাস । 

আকাশে ঘুরে বেড়াতে বেড়াতে শিশুরা বুঝে নেবে , ম্যাপ কাকে বলে ? ম্যাপের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দিক গুলো আসলে ঐরকম ভাবে থাকে কেন ? পশ্চিমবঙ্গের মানচিত্রে কোনদিকে পর্বতমালা কোন দিকে সাগর কিংবা ভারতের মানচিত্রে কোন দিকে কী অবস্থিত ? এমনই সব নানা খুঁটিনাটি বিষয় নিয়ে বানানো হয়েছে এই ক্লাস টি ! 

আজ সন্ধ্যেবেলা একটি বিরল মহাজাগতিক ঘটনা ঘটবে।

চাঁদ কয়েক ঘণ্টার জন্য ঢেকে ফেলবে মঙ্গল গ্রহকে।

অর্থাৎ মঙ্গল গ্রহের গ্রহণ হবে চাঁদ দ্বারা।খালি চোখে ব্যাপারটা কেমন লাগবে ?দূরবীন দিয়েই বা কেমন দেখা যাবে ?

তাই আলোচিত হয়েছে এই ১২ মিনিটের ভিডিওতে। শুরু হবে বিকেল ৪ টায় ।

বাস্তব ঘটনা ঘটার আগেই দেখে নেওয়া যাক ঘটনাটি।

তারপর দেখে নেওয়া যাক সন্ধ্যেবেলা।

আর যারা সন্ধ্যেবেলা মিস করলেন তাঁরাও দেখে নিন ভার্চুয়ালি !


কখনো খেয়াল করেছো , চাঁদের আমরা সব সময় একটা পিঠ কি দেখতে পাই! পৃথিবীর যে কোন স্থান থেকে যেকোনো সময় চাঁদকে দেখলে চাঁদের সব সময় একটা পিঠ দেখা যায় এবং অন্য পিঠ দেখা যায় না!  এর একটি সুন্দর কারণ আছে ! কী সেই কারণ ?  সংগ্রাম অগস্তি মহাশয় এই প্রশ্ন করেছিলেন আমাদের কাছে ! শিশুদের মত করে সহজে উত্তর দেওয়ার চেষ্টা করেছি আমরা!  এবং অবশ্যই হাতে কলমে ! খেলতে খেলতে লেখা পড়া পড়তে পড়তে খেলার আসরগুলোতে আমরা এভাবেই মজা করে শিখে যাচ্ছে সবকিছু!  এবার আমাদের শুরু হলো নতুন পর্ব কি ও কেন ? এই পর্বে নানা প্রশ্নের আমরা সহজে উত্তর দেওয়ার চেষ্টা করব যেগুলো শিশু মনে আসে!

তোমার যদি মনে কোন প্রশ্ন থাকে চটপট আমাদের জানিয়ে ফেলো !কারণ বিজ্ঞানকে আমরা বইয়ের পাতায় বন্দি করে রাখবো না !