Upcoming Event
বিশেষ বিজ্ঞপ্তি
হাতেকলমে রসায়ন বিজ্ঞান শিক্ষা । ২ দিনের আবাসিক প্রশিক্ষণ কর্মশালা ।
সুধী
আনন্দের সাথে জানাই ৭ম থেকে ১০ ম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের মজা করে রসায়ন বিজ্ঞান শেখানোর লক্ষ্যে জীবন শিক্ষা পরিষদ ২ দিনের এই আবাসিক কর্মশালার পরিকল্পনা গ্রহণ করেছে ।
কেন এই কর্মশালা ? অঙ্ক ও পদার্থ বিদ্যার মতোই, ছাত্র-ছাত্রীদের হাতে-কলমে রসায়নবিদ্যার নানা পরীক্ষা করে শেখাটা অত্যন্ত জরুরী। কিন্তু এই বিষয়গুলি শেখার সুযোগ বহু ছাত্রছাত্রীর হয় না।
কে থাকছেন প্রশিক্ষক হিসাবে ?
উক্ত অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন রসায়নবিদ্যার শিক্ষক ড. অমল কুমার মহাশয়। রসায়নবিদ্যার এই সুগভীর জ্ঞানের মানুষটি ছাত্র-ছাত্রীদের কাছে রসায়ন বিজ্ঞানকে আনন্দঘন করে তুলতে দীর্ঘদিন কাজ করে চলেছেন। খুব কম খরচে অক্সিজেন সহ নানা গ্যাস তৈরীর সরঞ্জাম বানিয়ে তার পেটেন্টও তিনি পেয়েছেন। এমনকি রিটায়ারমেন্টের পর ওনার নিজের বাড়িতে বিজ্ঞানের নিজস্ব বিভিন্ন সামগ্রী বিক্রয়ের একটি কেন্দ্র তৈরি করেছেন। উনি এখানে সমস্ত সরঞ্জাম নিয়ে আসবেন এবং দুইদিন ধরে সপ্তম থেকে দশম শ্রেণী ছাত্রছাত্রীদের পাঠ ক্রম অনুসরণ করে নানা ধরনের রসায়নের পরীক্ষা হাতে-কলমে করে দেখাবেন। এবং ছাত্রছাত্রীরা যাতে নিজের হাতে কলমে পরীক্ষাটি করতে পারে তারও ব্যবস্থা থাকবে। প্রত্যেক ছাত্র-ছাত্রীর হাতে একটি করে কীট দেওয়া হবে যেখানে প্রয়োজনীয় সরঞ্জাম থাকবে , যা থেকে তারাও পরীক্ষাটি স্যারের সাথে করবে।
২৬ তারিখ রাতে থাকবে আকাশের নীচে মহাকাশ বিজ্ঞান নিয়ে তথ্যচিত্র প্রদর্শনী
( এই অনুষ্ঠান সকলের জন্য । প্রবেশ অবাধ )
অনুষ্ঠানে অংশগ্রহণের শর্ত
১) আগামী ১৫ অক্টোবরের মধ্যে প্রত্যেককে ফর্ম পূরণ করে রেজিষ্টেশন করতে হবে।
২ )রেজিস্ট্রেশন ফি - ৫০০টাকা ।
৩) এই ইউ পি আইডি তে স্ক্যান করে ৫০০ টাকা পেমেন্ট করে তার স্ক্রিনশট নিয়ে রাখুন । এবং ফর্ম পূরণ করুন
রেজিষ্ট্রেশন ফি জমা দেওয়ার UPI no 9474565047m@pnb
( A/C name Jeevan Shiksa Parishad )
অথবা স্ক্যান করুন এই QR Code টিকে
৪) রেজিস্ট্রেশন ফর্ম এর লিঙ্ক
যিনি Offline এ ফর্ম পূরণ করতে চান তিনি স্থানীয় ভাবে ফর্ম পেতে যোগাযোগ করুন
সোমেন ব্যানার্জী - ৮০০১৮৮৮৭০৮
৫) ছাত্র ছাত্রীদের প্রত্যেক কে নিজের বাড়ীর লোকের সম্মতি পত্র আনতে হবে। ফর্ম পূরণ করার সময় তার ছবি আপলোড করতে হবে।
সম্মতিপত্র এর বয়ান
আমি শ্রী......., গ্রাম ........পোস্ট.......। আমার সন্তান..............., ........... বিদ্যালয়ে ........ শ্রেণীতে পড়ে।
আগামী ২৬-২৭ অক্টোবর ২০১৪ , রাধানগরে জীবন শিক্ষা পরিষদ আয়োজিত হাতেকলমে রসায়নবিদ্যা কর্মশালাটিতে আমার সন্তানকে আমি স্ব ইচ্ছায় এবং স্বজ্ঞানে পাঠাতে রাজি হলাম।।
স্বাক্ষর - ............. তারিখ
৬) বড়োদের ক্ষেত্রে সচিত্র পরিচয় পত্র আপলোড করতে হবে এবং
৭) প্রত্যেককে নিজস্ব জলের বোতল, ২টি বিছানার চাদর ( ঠাণ্ডা আবহাওয়ার কথা ভেবে , একটি স্টিলের থালা ,বাটি, চামচ , টর্চ ও একটি মশারী আনার অনুরোধ জানাই।
(অনুষ্ঠানটিকে Zero waste event করতে এই সহযোগিতা একান্ত জরুরী )
বিশেষ সহযোগিতা - রাধানগর উচ্চ বিদ্যালয় ও রাধানগর বোর্ড প্রাথমিক বিদ্যালয়
অনুষ্ঠান নির্ঘণ্ট
২৬ অক্টোবর ২০২৪ -
দুপুর ১২ টা - ১২-৩০ - Registration
১২ টা ৩০ - ২ টা ০০ - মধ্যাহ্নভোজন
২ টা - ২ টা ৩০ - উদ্বোধনী অনুষ্ঠান
২ টা ৩০ - ৫ টা - ওয়ার্কশপ
৫ টা - ৬ টা - টিফিন এর বিরতি
৬ টা - ৮ টা - ওয়ার্কশপ
৮ টা - ৯ টা - নৈশভোজন
৯ টা - ১০ টা - আকাশের নীচে মহাকাশ বিজ্ঞান
( তথ্যচিত্র প্রদর্শনী - প্রবেশ অবাধ )
২৭ অক্টোবর ২০২৪
সকাল ৮ টা - ৯ টা - প্রাতরাশ
সকাল ১০ টা - দুপুর ১ টা ৪৫ ওয়ার্কশপ
( মাঝে দুপুর ১২ টা - ১২ টা ১৫ - চা পানের বিরতি)
১ টা ৪৫ - ২ টা ৪৫ মধ্যাহ্নভোজন
২- ৪৫ - ৪ টে - সমাপ্তি অনুষ্ঠান