রাধানগর বোর্ড প্রাথমিক বিদ্যালয় সহ নানা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবিকা সহ বেশ কিছু ডাক্তার বিজ্ঞানী সমাজকর্মী শিল্পী সাহিত্যিক সহ সমাজের নানা স্তরের মানুষের ও শুভানুধ্যায়ীদের এক যৌথ প্রয়াস ! এক যৌথ উদ্যোগ !
আমাদের সাথে যুক্ত হতে চাইলে আসুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে
আমাদের ক্লাস সম্পর্কে কিছু বিশেষজ্ঞ ব্যাক্তিত্বের মতামত
শিশু মনোবিজ্ঞান সম্মত নানা উপায়ে হাতেকলমে কাজের মাধ্যমে নানা বিষয় শেখার আসর - যেগুলি শিশুদের জন্য নির্মিত হয়েছে সেগুলি আপনারা পাবেন নীচের পাতা গুলিতে । বিষয় গুলি পেতে ক্লিক করুন নীচের লিংক গুলিতে
এই উদ্যোগ নিয়ে কিছু কথা
শিশুদেরশিশুদের হাতেকলমে - আনন্দের সাথে - শিশু মনোবিজ্ঞানসম্মত উপায়ে নানা বিষয় শিক্ষার ও তাকে জীবনে প্রয়োগ শেখানোর কাজ আমরা দায়বদ্ধতার সাথে করার চেষ্টা করছি। শিশুদের পড়াতে গিয়ে বারবার মনে হয়েছে আমাদের সমাজকে গ্রাম তথা দেশের সামাজিক পরিবেশ কে সুন্দরভাবে গড়ে তুলতে গেলে নানা উন্নত বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ করে শিশুশিক্ষার মানোন্নয়ন এর প্রতি আমাদের সর্বাধিক গুরুত্ব দেওয়া দরকার।
শেখানোর কাজটি আনন্দদায়ক ভাবে করার লক্ষ্যে আমরা রাধানগর বোর্ড প্রাথমিক বিদ্যালয় সহ নানা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা নানারকম শিক্ষা পদ্ধতি উদ্ভাবনের কাজ ও তা প্রয়োগ করার চেষ্টা করে চলেছি আমাদের সামর্থ্য ও সাধ্য অনুযায়ী। বর্তমানে আমাদের সাথে যুক্ত হয়েছেন সমাজের নানা স্তরের মানুষ।
তার কয়েকটি নমুনা নিম্নরূপ
১) গান কার না ভালো লাগে ? মাতৃভাষা বাংলা এবং ইংরেজি শেখানোর ক্ষেত্রে আমরা এই গানটি করে তুলেছি এক অন্যতম মাধ্যম। শিশু পাঠ্য এর বাংলা কবিতা ও ইংরেজী কবিতা গুলিকে আমরা সুর দিয়ে করে তুলেছি বাংলা গান ও ইংরেজি গান ।
গান গাইতে গাইতে কখন যে তাদের বর্ণপরিচয়, স্বরচিহ্ন চেনা জানা থেকে শুরু করে ভাব অনুযায়ী পড়তে পারা শেখা হয়ে যায় তা তারা বুঝতেই পারে না।
২) আমরা কি কখনো ভাবতে পারি ৬ এবং ৮ এর ল.সা.গু কে ছুঁয়ে দেখা সম্ভব ? হ্যাঁ সম্ভব। সামান্য কিছু কাগজ দিয়ে খেলার মাধ্যমে তা সম্ভব ! কাঁকর দিয়ে গসাগু শেখা সম্ভব ? তাও সম্ভব !
গণিত একটি বিমূর্ত বিষয়। কিন্তু অবশ্যই মূর্ত থেকে বিমূর্তে যাওয়া জরুরী। নামতা বলার সময় পাঁচ তিনে পনের মুখস্ত করার পাশাপাশি এর অর্থ যে পাঁচ কে তিনবার নিয়ে যোগ কিংবা ৭৫২ সংখ্যার ৭এর স্থানীয় মান যে ৭০০ তা অর্থাৎ কোনও সংখ্যার অঙ্ক গুলির স্থানীয় ও প্রকৃত মান কত ? হাতে কলমে নানা কাজের মাধ্যমে স্থানীয় মানের কার্ড ব্যবহার করে আনন্দের সাথে বোঝে আমাদের বিদ্যালয়ের শিশুরা। যোগ বিয়োগ গুন ভাগ লসাগু গসাগু দশমিক ভগ্নাংশ ইত্যাদি নানা খুঁটিনাটি বিষয় কাঠি, কার্ড, গণিত মালা স্থানীয় মানের কার্ড ইত্যাদি নানা উপকরণ ব্যবহার করে শেখানোর চেষ্টা করি শিশুদের।
বিজ্ঞান কে বইয়ের পাতায় বন্দি করে রাখবো না। বিজ্ঞানের মজার মজার বিজ্ঞান ক্লাসে সহজলভ্য নানা উপকরণ সহযোগে নানা পরীক্ষা মালা র মাধ্যমে বিজ্ঞানের নানা খুঁটিনাটি বিষয় আনন্দের সাথে শিখে নেয় ওরা।
মানব শরীরের অভ্যন্তরে নানা অত্যাশ্চর্য ক্রিয়া-কলাপ থেকে শুরু করে মহাজাগতিক নানা বিষয় তথ্যচিত্র এর মাধ্যমে দেখানোর চেষ্টা করি আমরা।
এইভাবে কাজ করতে করতে বহু মানুষের কাছে আবেদন পেয়েছি যে এই ধরনের ক্লাসের ভিডিও যদি সোশ্যাল মিডিয়ায় থাকে তাহলে তা অনেকের কাছে পৌঁছে যায়।পি মনে হয়েছে আমাদের বিদ্যালয়ের এই ধরনের কাজ এর খবর সোশ্যাল মিডিয়ায় থাকা দরকার। উদ্দেশ্যে আমাদের বিদ্যালয়ের একটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ও আমরা খুলেছি।
সেলিব্রেটিং লাইফ ফাউন্ডেশন, চেষ্টা, আপনজন এর মত শিক্ষার মানোন্নয়ন ও সমাজে তার প্রয়োগ এর লক্ষ্যে কাজ করা সংগঠনের মতো বেশ কিছু সংগঠন আমাদের বিদ্যালয়ের এই ধরনের কাজকে সংরক্ষিত করার এবং তথ্যচিত্রে সংরক্ষণ করার এবং বিভিন্ন স্কুলে হাতে কলমে আনন্দদায়ক পদ্ধতির প্রয়োগে পাঠদানের বিষয়ে ওয়ার্কশপেরও আয়োজন করেছে।
বর্তমানে এই বিশ্ব মহামারীর সময়ে স্কুল বন্ধ থাকায় ক্লাস প্রতিদিন চলছিল টিভিতে । বর্তমানে স্কুল খুলে যাওয়ায় স্কুলের পরিপূরক বিষয় নিয়ে ক্লাস চলছে সপ্তহে দুই দিন -
Malda Today চ্যানেলে
সারা পশ্চিমবঙ্গ থেকে দেখা যাচ্ছে
( সিটি কেবল এর চ্যানেল নং ৩০৪ ) , দেখা যাচ্ছে সারা পশ্চিমবঙ্গ থেকে এবং ইউটিউবে !
এগিয়ে এসেছেন নানা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি ডাক্তার -মনোবিদ- বিজ্ঞানী -মৃৎশিল্পী -সাহিত্যিক থেকে শুরু করে সমাজের নানা স্তরের মানুষজন । তাঁদের অমূল্য ক্লাসগুলি থেকে ছাত্রছাত্রীদের পশাপাশি বহু কিছু শিখছি আমরা একে অপরের কাছ থেকে।
এই মুহূর্তে আমাদের মনে হয়েছে এই কাজ এগিয়ে নিয়ে যেতে আমাদের সকলের হাতে হাত রেখে চলা জরুরী ! শিশুদের শিক্ষার নানা বিষয় নিয়ে গবেষণা ধর্মী কাজ ও শিশুদের মধ্যে তার সঞ্চারের জন্য আমাদের সম্মিলিত পদক্ষেপ ।
সেই লক্ষ্যেই আমরা সকলে মিলে গড়ে তুলেছি - জীবন শিক্ষা পরিষদ !
বিষয়বস্তু নির্মাণে ও সকলের মধ্যে সঞ্চারের ক্ষেত্রে আপনি - আপনারাই আমাদের আশা ও ভরসা। কারণ কোটি কোটি টাকা বিনিয়োগ করে নামী দামী আপ এর মতো বিজ্ঞাপন দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়।
তাই , আমাদের সবিনয় অনুরোধ , আমাদের নানা বিষয়ের নানা ক্লাস গুলি ভাগ করে দেওয়ার চেষ্টা আমরা করেছি। সেগুলি দেখুন, ভালো লাগলে আপনার বা আপনার পরিচিত শিশুদের বা তাদের অভিভাবকদের দেখান।
এবং আপনি চাইলে , যদি আমাদের সাথে যুক্ত হতে চান ... আমাদের সহযোগিতা করতে চান... তা যেকোনোভাবেই হোক তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন !
News About our Classes
দূরদর্শন কেন্দ্র কলকাতায় পরিবেশিত হোল আমাদের সহজে মজা করে হাতেকলমে কাজের মাধ্যমে অংক শেখার আসর ।