সমর বাগচী স্যারের বিজ্ঞানের ক্লাস
স্যার শুরুই করলেন এক বিখ্যাত প্রবাদ দিয়ে - "I read - I forget / I see - I remember / I do - I understand
আমি দেখি আমি - ভুলে যাই, দেখি আমি - মনে রাখি, আমি করি - আমি বুঝতে পারি।"
আমাদের সকলের শ্রদ্ধেয় সমর বাগচী । বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামের প্রাক্তন অধিকর্তা ও বিখ্যাত দূরদর্শন অনুষ্ঠান "কোয়েস্ট" এর পরিচালক ও প্রযোজক সমর কুমার বাগচী।
সামান্য পুরনো বোতল , কাগজ, স্ট্র, মোমবাতি , বেলুন, ফানেল, কাঁচের গ্লাস প্রভৃতি সামান্য উপকরণের সাহায্যে কিছু মজার পরীক্ষার সাহায্যে ছাত্র ছাত্রীদের কীভাবে, বার্নোলির তত্ত্ব, নিউটনের গতিসূত্র, বায়ুর চাপ, আর্কিমিডিস পাস্কালের সূত্র থেকে শুরু করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পাঠক্রমে পদার্থ বিদ্যার নানা বিষয় কীভাবে শেখানো যায় বিস্তারিত ভাবে, তাই নিয়ে সমর বাগচী মহাশয়ের কাজ ভারত শুধু নয়, জগৎ বিখ্যাত।
আমাদের বহু দিন ধরেই ইচ্ছে ছিল স্যারের এই কাজের একটি উন্নত ভিডিও ডকুমেন্টেশন করার ।
সেই ইচ্ছে পূরণ হ'ল গত 30 ও 31 ডিসেম্বর ২০২১
রাধানগর গ্রামের আমাদের ঘর সুতিকাগৃহ হয়ে রইল বিনা মূল্য ও স্বল্প মূল্যের উপকরণ সহযোগে হাতেকলমে বিজ্ঞান শিক্ষার পদ্ধতি মালার ভিডিও রেকর্ডিং কর্মশালার ! যৌথ আয়োজনে : গঠিত হতে চলা "জীবন শিক্ষা" ট্রাস্ট ও ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি
এছাড়া উপস্থিত ছিলেন কিছু শিক্ষক ও ছাত্রছাত্রী !
এই অনন্য শিখন পদ্ধতির ভিডিওগুলি আমাদের ও আগামী প্রজন্মের কাছে এক অমূল্য উপহার হয়ে থাকবে !
অপনারা জানেন করোনা পরিস্থিতিতে স্কুল বন্ধ থাকায়, যাদের এন্ড্রয়েড ফোন নেই সেইসব প্রান্তিক শিশুদের জন্য রাধানগর বোর্ড প্রাথমিক বিদ্যালয় সহ নানা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও শুভানুধ্যায়ী মিলে আমরা দেড় বছর ধরে #খেলতে_খেলতে_লেখাপড়া_পড়তে_পড়তে_খেলা* নামের একটি অনুষ্ঠান আমরা করে চলেছি ।
স্যারের ক্লাস এডিটিং এর পর ধারাবাহিক ভাবে উক্ত টিভি প্রোগ্রাম এ পরিবেশিত হচ্ছে এবং তোলা থাকছে ইউটিউবে যার লিঙ্ক দেওয়া থাকবে এই ওয়েব সাইটের এই www.jeevanshiksa.com নামের ওয়েবসাইটে ও।"
কর্মশালা কেমন লাগলো জিজ্ঞেস করায় মানিকলাল সিংহ স্মৃতি বিদ্যালয়ের শিক্ষিকা রেখা ঝারিমুন্যা বলেন " বিজ্ঞানের আপাত জটিল বিষয়গুলো স্যার সুন্দর ভাবে আমাদের শেখালেন সমর বাবু। আগামীদিনের ছাত্র-ছাত্রীদের এই বিষয়গুলো শেখাতে এই কর্মশালা আমাদের দারুণভাবে কাজে দেবে !"
বিজ্ঞানের প্রতি কতটা গভীর ভালোবাসা থাকলে, সমাজের প্রতি কতটা আন্তরিক দায়বদ্ধতা থাকলে একজন মানুষ , দুটো স্পাইন্যাল , কোলন ক্যান্সার এর অপারেশনের পর, ডায়াবেটিক নিউরোপ্যাথি নিয়ে, নিজের ৯০ বছয় বয়সে এই কলকাতা থেকে বাঁকুড়া এক প্রান্তিক গ্রামে এসে এই কাজ করে যেতে পারেন : তা আমরা অবাক বিস্ময় দেখলাম!
প্রতিটি এক্সপেরিমেন্ট এরপর ওই সামান্য উপকরণগুলি শিশুর মত যত্ন নিয়ে গুছিয়ে রাখা দেখেতে দেখতে অনেক অনেক কিছু শিখিয়ে গেলেন মানুষ টি !
"স্যার, আপনি আমাদের মনের মণিকোঠায় থাকবেন চিরকাল !!! আপনার উপহার যেন বুকে আগলে রাখতে পার এই ইচ্ছে রইল !"
এই লেখা লিখতে লিখতে এই কথাই মনে হচ্ছে বারবার ! চোখের কোনটা ও কেমন যেন ভিজে ভিজে যাচ্ছে । এ তো ওই অনন্য উপহার প্রাপ্তির ভালোলাগার অনুভূতি ! তাই না ?
🌿🌿🌿🌿🌿🌿🌿
বি : দ্র :
স্যারকে আনা , স্যারের সবকিছু খেয়াল রাখা ও নিরাপদে বাড়ি পৌঁছানো ও রেকর্ডিং এর কাজ সম্ভব ছিল না গৌর অধিকারী , রেখা ঝারিমুন্যা , দেবু বাগদি , সৈকত সেনগুপ্ত, , অক্ষয় গরাই , দেবু বাগদি, শুভাশিস বাগদি ও সুরজিৎ সাহা ও আমার বাবা ও মায়ের সক্রিয় সহযোগিতা ছাড়া 🙏
প্রতিবেদনে - সৌম্য সেনগুপ্ত
বায়ুর চাপ ( ৩ পর্বে ) Air Pressure
বায়ুর চাপ - ১ম পর্ব
বায়ুর চাপ - ২য় পর্ব
বায়ুর চাপ - ৩ য় পর্ব
তরলের ধর্ম (Properties of Liquide)
শুধু কী বিজ্ঞানের ক্লাস ? না ... তিনি দিশা দেখিয়েছেন জীবন যাপনের ... জীবন বোধের
তারই কিছু আমাদের উপহার দিয়ে গেছেন উনি । রইল এই পাতায়