এসো আমরা সচেতন হই
"যাচাই করে তবেই কেনো" এই শীর্ষে পঞ্চম শ্রেণির পরিবেশ বইয়ে একটি অধ্যায় আছে । যেখানে ছত্রছত্রীদের সচেতন গ্রাহক হওয়ার শিক্ষার কথা বলা আছে। সেই বিষয়কে কেন্দ্র করে এই ক্লাসগুলি নির্মিত হয়েছে ! যা আমাদের সকলের জেনে রাখা একান্ত জরুরী !
ভিডিও দেখতে ছবিতে ক্লিক করুন !
বোকায় গ্লুকোজ খায় / চালাকে খায় চিনি
বুদ্ধিমানে গুড় খায় /স্বাস্থ্য বিধান মানি
প্রচণ্ড গরমে ঘেমে নেয়ে কেউ বাড়িতে এলে আমরা অনেকে নুন চিনির শরবৎ এর বদলে গ্লুকোজ এর শরবৎ বানিয়ে দিই ! কারণ নানা বিজ্ঞাপনী চমকে নানা সেলিব্রেটি আমাদের বলেন নুন চিনির শরবত এর পরিবর্তে গ্লুকোজ খেলে নাকি তাড়াতাড়ি চাঙ্গা হওয়া যায় !কথাটি কি আদৌ ঠিক নাকি ভুল ? বিজ্ঞান কি বলছে ? সহজ সরলভাবে সচেতনতা র এই পাঠ আমরা বুঝে নিলে বাঁচবে আমাদের টাকা সাথে স্বাস্থ্য ও ।
আমরা সমস্ত কিছু কেনাকাটা করার সময় যাচাই বাছাই করি। কিন্তু ওষুধ কেনার সময় সেটা করা হয়ে ওঠে না নানা কারণে।
কিন্তু আইন অনুযায়ী বর্তমানে ওষুধ একটি পণ্য।
তাই অন্যান্য পণ্যের মত ওষুধের সাথে জড়িয়ে আছে ভাল-মন্দ সঠিক বেঠিক কম দামি বেশী দামী . সচেতন গ্রাহক হিসেবে ওষুধ নিয়ে আমাদের সকলের জানা দরকার। এই বিষয়গুলো নিয়ে ছোটদের মতো করে আলোচনা শুরু হচ্ছে খেলতে খেলতে লেখাপড়া পড়তে পড়তে খেলা র আসরে।
বিষয় : *আধুনিক ওষুধের ব্যবহার প্রসঙ্গে জনশিক্ষা প্রদর্শনী*। ( প্রথম পর্ব)
এই পর্বে আলোচিত হয়েছে ।।
ওষুধ কাকে বলে ? খাবার ও ওষুধের ফারাক কি ? একটি ওষুধের পাতা থেকে আমরা কি কি জিনিস জানতে পারি ? এবং সেই জানা থেকে আমাদের কি লাভ হতে পারে ?
আলোচনায় অতিথি শিক্ষক হিসেবে উপস্থিত আছেন ডাক্তার পুণ্যব্রত গুণ।
জেনারেল ফিজিশিয়ান, জনস্বাস্থ্য আন্দোলনের কর্মী।
ক্লাসে আমরা দেখে নেবো এই জানা-বোঝা নিজের জীবনে কিভাবে প্রয়োগ করতে পেরেছেন সাধারণ মানুষ। শিশুরাই বা কিভাবে বুঝে যাচ্ছে এই বিষয়গুলো।
কারণ সচেতন গ্রাহক হাওয়ার পাঠ শিশু বয়স থেকেই শুরু হওয়া জরুরী। কারণ শেখা হোক জীবন কেন্দ্রিক ! জীবনযাপন যাতে সহজ হয় তার শিক্ষা শিশুরা পাক ছোট থেকেই !