এসো শিখি গান
স্বরলিপি ধরে ধরে শিখি গান ঃ ওরে গৃহবাসী (গানের ২য় ক্লাস)
সঠিক সুরে স্বরলিপি অনুযায়ী রবীন্দ্রসঙ্গীত গাওয়া খুবই জরুরী। এই ক্লাসে ওরে গৃহবাসী গানটি "B" স্কেলে গানটি প্রতিটি সুর ধরে ধরে শেখানোর চেষ্টা করা হয়েছে । গানটি গাওয়ার সাথে সাথে স্বরলিপি স্ক্রিনে ফুটে উঠছে। ফলে সুর মিলিয়ে নেওয়া সহজ হবে। এবং পরে হারমোনিয়াম কীভাবে বাজাবো তাও দেখানো হয়েছে। ফলে এই গান শেখায় কারো যদি বিন্দুমাত্র সুবিধা হয় তবে আমাদের পরিশ্রম সফল হবে বলে আমরা মনে করি।
সঠিক সুরে শিশুরা যাতে রবীন্দ্রসঙ্গীত শিখতে পারে সেই লক্ষ্যে নির্মিত হচ্ছে ক্লাসগুলো।
রবীন্দ্রসঙ্গীতে স্পর্শ স্বরের ব্যাবহার অন্যান্য গানের মতোই প্রাণ ঢালে ।
শিশুরা যাতে সেই বিষয়গুলি বুঝে সঠিক সুরে সঠিক উচ্চারণে হারমোনিয়ামে বাজিয়ে গান শিখতে পারে সেই জন্য সুর ও ছন্দের প্রতি যত্ন নিয়ে এই গানের ক্লাস নির্মিত হচ্ছে।
একজন বিশেষজ্ঞ সংগীত শিল্পী বিপুল চক্রবর্তী বলেছেন " তুমি যদি তোমার সাথে কোন এক ছাত্র বা ছাত্রী কে নাও তাহলে খুব ভালো হয়।"
সেই জন্য মহুল ও গলা মিলিয়েছে ।
প্রথমে গানের লাইন গাওয়া হয়েছে
তারপর সরগম করে দেখানো হয়েছে কী সুর এবং একই সাথে হারমোনিয়াম বাজিয়ে দেখানো হয়েছে।
এবং সব সময়েই স্বরলিপিটি উল্লেখ করা হয়েছে।
সব শেষে দাদরা তাল বাজিয়ে গানটি গাওয়া হয়েছে ।
গানের চ্যাপ্টার করা হোল।
প্রতিটি স্তবক বার বার আলাদাভাবে শুনতে সুবিধে হবে আশা করি ।
কেমন লাগলো জানার অপেক্ষায় রইলাম
এবার হারমোনিয়াম নিয়ে বসে তুলে ফেলো গানটি।
কথা সুর কণ্ঠ
সৌম্য সেনগুপ্ত
সবার প্রিয় ছেলেমেয়ে
তোমাদেরই জন্য
শুরু হতে চলেছে আজ
অনুষ্ঠান এক অন্য।
স্কুল বন্ধ অনেকদিন তাই
মন খারাপ আজ সবার
তবুও শুরু হচ্ছে এখন
লেখাপড়া আবার।
ঘরে বসে পড়বো মোরা
বইয়ের পড়া ভাই
গান থাকবে বাংলা থাকবে
অংক শেখাও চাই।
ছবি আঁকা শিখব মোরা
ইংরেজির ই পাশে
চিনব কত জানার আছে
আমাদের আশেপাশে।
সেসব কথাই লেখা আছে
তোমার পরিবেশ বই এ
এসব আবার জানবো আমরা
দারুন মজা করে।
জানবো আমরা পশু পাখী
গাছগাছালির কথা
সবাই মিলে সবার পাশে
বাঁচার রূপকথা।
বইয়ে লেখা নানান কথা
যাচাই করব নিজে
যাচাই করে শিখলে পরে
ভুলবে না আর তা যে।
এবারে তাহলে শুরু করি
জানা-বোঝার পালা
খেলতে খেলতে লেখাপড়া
পড়তে পড়তে খেলা।